Powered by Humanity | Led by Youth
BVC (Bangladesh Volunteer Council) হলো বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়, কলেজ, মাদ্রাসা ও তরুণদের সমন্বয়ে গঠিত একটি জাতীয় স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্ম, যার মূল লক্ষ্য মানবিক সমাজ বিনির্মাণ। এটি একটি অরাজনৈতিক ও অলাভজনক সংগঠন, যেখানে দেশের তরুণ সমাজ একত্রিত হয়ে মানবিক সহায়তা, সামাজিক সচেতনতা, প্রশিক্ষণ, পরিচ্ছন্নতা এবং উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে।
গড়ে তুলি একটি মানবিক, সচেতন ও আত্মনির্ভরশীল বাংলাদেশ।
To build a humane, conscious, and self-reliant Bangladesh through youth-led action.
তরুণদের স্বেচ্ছাসেবী কার্যক্রম, প্রশিক্ষণ ও মানবিক সহায়তার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা।
To bring positive change to society through youth volunteerism, training, and humanitarian support.
BVC গঠিত হচ্ছে: বাংলাদেশের বিশ্ববিদ্যালয়, কলেজ, পলিটেকনিক, মাদ্রাসা ও যুব শিক্ষার্থীদের সমন্বয়ে – যারা দেশের জন্য কিছু করতে চায়, সমাজকে বদলাতে চায়।
সপ্তাহে ১টি পরিচ্ছন্নতা অভিযান (1 Cleanliness Campaign per week)
মাসে ১টি মানবিক সহায়তা কার্যক্রম (1 Humanitarian Aid Activity per month)
মাসে ১টি প্রশিক্ষণ / সচেতনতামূলক সেমিনার (1 Training / Awareness Seminar per month)
নির্দিষ্ট দিবস ও ঘটনার ভিত্তিতে ক্যাম্পেইন (Campaigns based on specific days & events)